1. nabadhara@gmail.com : Nabadhara : Nabadhara ADMIN
  2. bayzidnews@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  3. bayzid.bd255@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  4. mehadi.news@gmail.com : MEHADI HASAN : MEHADI HASAN
  5. jmitsolution24@gmail.com : support :
  6. mejbasupto@gmail.com : Mejba Rahman : Mejba Rahman
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:০০ অপরাহ্ন

বিএনপির র‍্যাব বিলুপ্তির দাবি প্রসঙ্গে যা বললেন ডিজি

নবধারা ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১০০ জন নিউজটি পড়েছেন।

র‍্যাব বিলুপ্তির দাবি প্রসঙ্গে র‍্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান বলেছেন, সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মেনে নেওয়া হবে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

৫ আগস্টের আগে র‍্যাবের হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে জানতে চাইলে র‍্যাব মহাপরিচালক বলেন, র‍্যাবের হেলিকপ্টার সংক্রান্তের হাইকোর্টে রিট হয়েছে, ফৌজদারি মামলা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও অনুসন্ধান শুরু হয়েছে। আমরা আশা করব এ সংক্রান্ত অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

বড় একটি রাজনৈতিক দল (বিএনপি) র‍্যাব বিলুপ্তির বিষয়ে দাবি উত্থাপন করেছে, এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমি র‍্যাবে কর্মরত আছি, আমাদের দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করব। এ ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেই সিদ্ধান্তের অপেক্ষায় থাকব।

সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময় নিরাপত্তা ঝুঁকিতে পড়ে— এমন প্রশ্নের জবাবে র‍্যাব মহাপরিচালক বলেন, সাংবাদিকতা মহান পেশা। সাংবাদিকরা যদি ভয়ভীতির ঊর্ধ্বে থেকে কাজ না করতে পারেন তাহলে গণতান্ত্রিক দেশের প্রশ্ন থেকে যায়। সাংবাদিক বন্ধুরা ভয়ভীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালন করবেন। আপনাদের নিরাপত্তার জন্য আমরা সর্বাত্মক অগ্রাধিকার দেব।

বিভিন্ন জঙ্গি অভিযানকে নাটক বলা হচ্ছে— এ প্রসঙ্গে জানতে চাইলে র‍্যাব ডিজি বলেন, আমাদের দেশে জঙ্গিদের তৎপরতা ছিল, আমরা দেখেছি। র‍্যাবও জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। ভবিষ্যতেও কোনোরূপ জঙ্গি তৎপরতা যেন দেশে বিস্তার লাভ না করে সেজন্য আমরা সচেষ্ট আছি, কাজ করে যাচ্ছি।

সাংবাদিক সাগর-রুনী হত্যা মামলার বিষয়ে তিনি বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ মামলা। এই মামলার তদন্তে আশানুরূপ ফল না হওয়ার বিষয়টি আদালতকে অবহিত করেছি। আদালত এই মামলা তদন্তের জন্য একটি উচ্চতর কমিটি গঠন করে দিয়েছে। এখানে আমরা সফলতা পাব।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে র‍্যাব সদস্যদের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে তিনি বলেন, আদালত এবং আইনের নির্দেশ মানতে সবাই বাধ্য। আমরা নিজেরাও চাইব এই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত হোক এবং বিচার হোক।

এ সময় উপস্থিত ছিলেন র‍্যাব এডিজি (অপারেশনস) কর্নেল ইফতেখার আহমেদ, পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved সর্বস্বত্বঃ দেশ হাসান
Design & Developed By : JM IT SOLUTION