কচুয়া (বাগেরহাট) প্রতিনিধিঃ
প্রানঘাতী করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কচুয়া উপজেলার কচুয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭শত টাকা জরিমানা আদায় করেন কচুয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেড ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল। তিনি গতকাল কচুয়া বাজারের দোকান্দার ও জনসাধারন মাক্স না পরার অপরাধে ও মাক্স ব্যবহারে সচেতনতা সৃস্টির লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল কচুয়া বাজার সহ বিভিন্ন রাস্তার মোড়ে ও দোকানের সামনে মাক্স বিতরন করেন।
এছাড়া তিনি কচুয়া বাজারের শুপারী বাজার ও ধাণের বাজার এবং কলার বাজার পরিদর্শন করেন ও বাজারের উন্নয়নের আশ্বাস প্রদান করেন।এসময় তার সংগে ছিলেন কচুয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার,উপজেলা প্রকৌশলী এল জি ইডি মো: আনিসুর রহমান ও বাজারের ইজারাদার।