Nabadhara
ঢাকারবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দৌলতদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনে কাভার্ড ভ্যান আটকা, ১২ ঘন্টা পর উদ্ধার

 শামীম শেখ, গোয়ালন্দ 
ডিসেম্বর ২২, ২০২৪ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

 শামীম শেখ, গোয়ালন্দ 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নং ফেরি ঘাটের সংযোগ সড়ক দিয়ে ফেরীতে উঠার সময় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনে আটকে যায়। এতে করে ওই ঘাটটি দিয়ে যানবাহন উঠানামা বন্ধ হয়ে যায় ।

 

অবশেষে দীর্ঘ ১২ ঘন্টা পর ট্রাকটিকে পন্টুন হতে উদ্ধার করার পর ঘাটটি পুনরায় চালু হয়। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন গাড়িটির চালক ও সহকারী। কার্ভাড ভ্যানটির চালক ফিরোজ আহমেদ জানান, সংযোগ সড়ক দিয়ে ফেরিতে উঠার সময় হঠাৎ করে তার ব্রেক বিকল হয়ে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়িটি সামনে গিয়ে পন্টুনের কোনায় আটকে যায় ।

 

তবে গাড়িটা সোঁজা পানিতে গিয়ে পড়লে তাদের বেঁচে থাকা কঠিন হয়ে যেত। বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো: সালাহউদ্দিন জানান, দুর্ঘটনা কবলিত গাড়ীটি রাত দেড়টার দিকে ফেরীতে লোড হওয়ার সময় গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেরীতে উঠতে না পেরে পন্টুনের পাশে আটকে যায়। গাড়ীটি যাতে নদীতে পড়ে না যায় এবং সম্পদের কোন ক্ষতি না হয় সেজন্য রাত দেড়টার পর থেকে ঘাটটি বন্ধ রাখা হয়। তবে রবিবার বেলা দেড়টার দিকে ট্রাকটিকে পন্টুন হকে উদ্ধার করার পর পুনরায় ওই ঘাটটি চালু হয।

 

বর্তমানে দৌলতদিয়া প্রান্তে তিনটি ফেরিঘাট চালু রয়েছে। রুটে ১৪ টি ফেরি যানবাহন পারাপার করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।