টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইউনাইটেড পারপাস এর সহযোগিতায় টেলি-মেডিসিন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার গোপালপুর ইউনিয়নে বরইহাটি নারী পরিচালিত ব্যবসা কেন্দ্রের উদ্যোগে দিনব্যাপি টেলিমেডেসিন ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এই ক্যাম্পে বরইহাটি গ্রামের বিভিন্ন বয়সী রোগীরা চিকিৎসা সেবা গ্রহন করেন। মেডিকেল ক্যাম্পে অনলাইনে যুক্ত হয়ে রোগীদের চিকিৎসা প্রদান করেন ইউনাইটেড পারপাস এর ডাঃ প্রীয়াংকা দাস।
ক্যাম্পে চিকিৎসা সেবা গ্রহনকারী বাসন্তী পান্ডে বলেন- এটা একটা প্রত্যন্ত গ্রাম,এখান থেকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র দূরে হওয়ায় আমাদের মত সাধারণ মানুষের পক্ষে সেবা নেওয়া কষ্টসাধ্য,সে জায়গায় ঘরে বসে মোবাইলের মাধ্যমে চিকিৎসা সেবা পাওয়ায় আমরা আনন্দিত।এই আয়োজন সবসময় চলমান থাকলে আমরা উপকৃত হব।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।