গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে সোমবার ভোরে এক জেলের জালে ১৮ কেজি ওজনের বিশাল এক বোয়াল মাছ ধরা পড়ে। মাছটি ৫২ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।
জানা গেছে, পদ্মা নদীর দৌলতদিয়া কুশাহাটা চর এলাকায় পদ্মা নদীতে সোমবার ভোর ৪ টার দিকে জেলে গোবিন্দ হলদারের জালে মাছটি ধরা পড়ে। সকাল ৭ দিকে দৌলতদিয়া ফেরিঘাটে কেসমত মোল্লার আড়তে এনে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ২ হাজার ৮৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৩০০ টাকা দিয়ে মাছটি কেনেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
পরে অনলাইনের মাধ্যমে মাছটি তিনি ঢাকার এক ক্রেতার নিকট ২ হাজার ৯০০ টাকা কেজি দরে ৫২ হাজার ২০০ টাকায় বিক্রি করেন। দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, এতবড় সাইজের বোয়াল মাছ সচরাচর দেখা মেলে না। তাছাড়া পদ্মা নদীর মাছের আলাদা একটা কদর রয়েছে। তাই মাছটির ভিডিও আমার ফেসবুক পেজে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ঢাকার এক ব্যবসায়ী যোগাযোগ করে ২৯'শ টাকা কেজি দরে ৫২ হাজার ২০০ টাকা দিয়ে বোয়ালটি কিনে নেন।
মাছটি বিশেষ ব্যবস্থায় তার ঠিকানায় পাঠিয়ে দেয়া হয়েছে। এত বড় মাছ ধরে ভাল দাম পাওয়ায় জেলে ভাইয়েরা খুবই খুশি হয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.