শফিকুল ইসলাম সাফা,চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে একদিনের জন্য প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় প্রাণীসম্পদ হাসপাতাল চত্বরে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোহাম্মদ জিল্লুর রহমান রিগান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মনোহর চন্দ্র মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান ও মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোঃ আসাদুল্লাহ আল গালিব।
প্রদর্শনীতে উন্নত জাতের গাভী, ষাঁড়, ছাগল, হাঁস-মুরগী, কবুতরসহ বিভিন্ন প্রজাতীর পশু ও পাখির অর্ধশত স্টল নিয়ে পাখি প্রেমীরা ও খামারিরা হাজির হয়। প্রদর্শনী শেষে বিভিন্ন শ্রেণীতে তাদের প্রথম দ্বিতীয় ও তৃতীয় ঘোষণা করে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।