শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় শিশুদের মধ্যে গণতন্ত্রের চর্চা ও ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে নিজেদের নেতৃত্ব দানের যোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে চাইল্ড ক্লাবের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রণীত সব বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হয়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত দুইটি বুথে স্বচ্ছ ব্যালট বাক্সে চলে ভোট গ্রহন। পরে ভোটগননা শেষে সন্ধ্যার দিকে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে মোট ৯ টি পদে ৩৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
এতে চেয়ারম্যান পদে ৮ম শ্রেনীর শিক্ষার্থী বিজয় শেখ এবং ৯ম শ্রেনীর শিক্ষার্থী সানজিদা সানজু সেক্রেটারি পদে নির্বাচিত হন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সামিউল মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে শাহেলা খাতুন, ক্যাশিয়ার পদে ঝুমা আক্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রোমান ইসলাম, মেম্বার পদে স্নেহা আক্তার আখি, বাধন শেখ ও হ্যাপি আক্তার নির্বাচিত হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন গোয়ালন্দ আইডিয়াল হাইস্কুলের সহকারী শিক্ষক শফিউল্লা মন্ডল ও দৌলতদিয়া ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার। রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন চাইল্ড ক্লাবের সাবেক চেয়ারম্যান লিপি আক্তার।
জানা গেছে, দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লী ও পার্শ্ববর্তী এলাকার ১০ থেকে ১৮ বছর বয়সী সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ২০১৩ সালে চাইল্ড ক্লাবটি গঠিত হয়। ক্লাবটি অত্র এলাকার শিশুদের স্বাভাবিক বিকাশ, সুরক্ষা ও তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে চলেছে।
যৌনপল্লীর নারী ও শিশুদের উন্নয়নে কাজ করা বেসরকারি সংগঠন মুক্তি মহিলা সমিতি (এমএমএস) চাইল্ড ক্লাবটির পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.