গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে গলায় ফাঁস দিয়ে ওমর মন্ডল (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ওমর মন্ডল গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ডের নিলু শেখের পাড়ার কালাম মন্ডলের ছেলে। সে পেশায় একজন ট্রাক চালক।
সোমবার (৩০ ডিসেম্বর) গোয়ালন্দ পৌরসভার বাসস্ট্যান্ডের ৪ নং ওয়ার্ডের নিলু শেখের পাড়ায় এ ঘটনা ঘটে। জানা গেছে, স্হানীয় একটি মেয়ের সাথে ওমরের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। রবিবার তাদের মধ্যে কোন একটি বিষয় নিয়ে ঝগড়া হয়। রাতে ওমর মেয়েটিকে বারবার ফোন দিলেও ধরে না। এ নিয়ে তার মন খারাপ ছিল।
ওমরের বাবা কালাম মন্ডল জানান, আমার বড় ছেলেটি বিদেশে থাকে। ওমর ছোট ছেলে। সে মাটির ড্রাম ট্রাক চালাতো। রবিবার রাত ৯ টার দিকে সে বাড়ি হতে বের হয়ে আর ফেরেনি। রাতে অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে কোথাও পাইনি। ফোন ও রিসিভ করছিল না। পরে সকাল সাড়ে ৬ টার দিকে সানসাইন কলেজিয়েট স্কুলের পিছনে আবু ডাক্তারের বাগানে আম গাছের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাই। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা।
মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মর্গের রিপোর্ট আসলে আত্নহত্যার আসল কারন জানা যাবে। তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.