শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে ৭জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার ও ৩৪ জনকে প্রতিবন্ধী কার্ড বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সোহেল পারভেজের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও হরেকৃষ্ণ অধিকারী। উপস্থিত ছিলেন, প্রাণী সম্পাদ কর্মকর্তা মো: আহমেদ ইকবাল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সিফাত- আল- মারুফ, সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, থানার অফিসার ইনচার্জ এস,এম শাহাদাত হোসেন, উপজেলা প্রকৌশলী মো: সাদ্দাম হোসেন, যুব উন্নয়ন অফিসার মোঃ শেখ মোঃ আজগর আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আজমল হোসেন প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।