নড়াইল প্রতিনিধি
নড়াইলের ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামে ২৫০জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অস্ট্রিয়া প্রবাসী সোহেল মুস্তারীর উদ্যোগে সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১২টার দিকে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-মুস্তারী পরিবারের বড় সন্তান শবনম বেগম, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা গালিব সতেজ, মুন্সী ইশরাত জাহান, সোহেলী মুস্তারী, দোলা মুস্তারী, দিশা মুস্তাীসহ প্রমুখ।
অস্ট্রিয়া প্রবাসী সোহেল মুস্তারী বলেন, প্রতিবছরই আমাদের পরিবারের পক্ষ থেকে এলাকার মানুষের জন্য কম্বল বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও ২৫০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া ঈদসহ বিভিন্ন উৎসব অনুষ্ঠানে মানুষের পাশে থাকার চেষ্টা করি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।