নবধারা ডেস্কঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী, প্রচ্ছন্ন রাজনীতিবিদ, বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ।
পারিবারিকভাবে ও স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে প্রয়াত এই নেতার মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। আজ সকালে পরিবারের পক্ষ থেকে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সৈয়দ আশরাফের বোন ও কিশোরগঞ্জ-১ আসনের সাংসদ সৈয়দা জাকিয়া নূর ফুল দিয়ে সকালে শ্রদ্ধা জানান।
তবে গত বছর আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানানো হলেও এবার জানানো হয়নি।
২০১৯ সালের ৩ জানুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সৈয়দ আশরাফ।
সৈয়দ আশরাফুল ইসলামের জন্ম ১৯৫২ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি ময়মনসিংহে। তার বাবা জাতীয় চার নেতার অন্যতম ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দ নজরুল ইসলাম ১৯৭১ খ্রিষ্টাব্দে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন।
তিনি আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর ২০০২ খ্রিষ্টাব্দের জাতীয় সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিযুক্ত হন। ২০০৭ খ্রিষ্টাব্দে দেশে জরুরি অবস্থা জারির পর প্রথমে দলীয় সভাপতি ও পরে তৎকালীন সাধারণ সম্পাদক প্রয়াত আবদুল জলিল গ্রেফতার হলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দল পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সৈয়দ আশরাফ। পরে ২০০৯ ও ২০১২ খ্রিষ্টাব্দের সম্মেলনে পরপর দুই দফায় দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। ২০১৬ খ্রিষ্টাব্দের সম্মেলনে তাকে সর্বশেষ দলের সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়েছিল। সৈয়দ আশরাফ এক কন্যার জনক। তার স্ত্রী শিলা ইসলাম ২০১৭ খ্রিষ্টাব্দের অক্টোবরে মারা যান।