শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
চিতলমারী উপজেলার উত্তর শিবপুর গ্রামে কৃষক মাঠ দিবস পালিত হয়েছে।জলবায়ু সহিষ্ণু কৃষি প্রযুক্তি ব্যবহার করে সবুজ জীবিকায়নকে মানুষের কাছে পৌঁছে দিতে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেকের আয়েজনে এ মাঠদিবস পালিত হয়।
বৃহস্পতিবার (১৬জানুয়ারি)সকাল ১১টায় উপজেলা উত্তর শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপ সহকারি কৃষি কর্মকর্তা মিলন কুমার পাল।
অনুষ্ঠানে এলাকার গণ্য মান্য ব্যক্তি বর্গ, সার ও কীটনাশক বিক্রেতা এবং ক্লাইমেট চেঞ্জ এডাপ্টেশন প্রজেক্টের প্রত্যক্ষ ও পরোক্ষ সুবিধাভোগী পরিবারে সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে জলবায়ু সহিষ্ণু কৃষি প্রদর্শনী প্লট প্রদর্শন করেন।