শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)এর ৮৯তম জম্মবার্ষিকী উপলক্ষে রবিবার (১৯জানুয়ারি) বিকাল ৫টায়, উপজেলা সেচ্ছাসেবক দলের আয়োজনে পবিত্র কোরআন থেকে তেলোয়াত, আলোচনা সভা, দোয়া – মিলাদ মাহফিল, ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল চিতলমারী উপজেলা শাখার আহবায়ক নিয়ামত আলী খানের সভপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন, উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক মমিনুল হক টুলু বিশ্বাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু, যুবদলের আহবায়ক শেখ আসাদুজ্জামান, উপজেলা সেচ্ছা সেবক দলের সদস্য সচিব কাশীনাথ বৈরাগী প্রমুখ।