শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার জেলা পর্যায়ে কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
সোমবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
গণমাধ্যম কর্মীরা সভায় জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন , পাসপোর্ট অফিসের দূর্নীতি ও হয়রানি, সরকারী হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা, শহরের সড়কগুলোর বেহাল দশা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাড়তি টাকা আদায়, পদ্মা নদীর গোদার বাজার এলাকার সৌন্দর্য বৃদ্ধি করনসহ জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো জেলা প্রশাসককে অবহিত ও সমস্যার সমাধানে তার হস্তক্ষেপ কামনা করেন।
জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বলেন, রাজবাড়ী একটি সুন্দর ও শান্তিপ্রিয় জেলা। এ জেলার সম্ভাবনাময় ক্ষেত্রগুলো বিকশিত করা এবং জনগণের দুর্ভোগ কমাতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাবো। আমি এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।