শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
রাজবাড়ীতে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, জানমালের নিরাপত্তা প্রদান,চাঁদাবাজি-দখলদারিত্ব-দুর্নীতি বন্ধকরা সহ কয়েক দফা দাবিতে গণতন্ত্র অভিযাত্রা করেছে জেলা কমিউনিস্ট পার্টি।
রবিবার (২৭ জানুয়ারি) বিকেলে জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে এই অভিযাত্রা অনুষ্ঠিত হয়।
গণতন্ত্র অভিযাত্রা উপলক্ষে শহরের আজাদী ময়দান সংলগ্ন জেলা উদীচী কার্যালয়ের সামনে হতে একটি লাল পতাকা মিছিল বের করা হয়।
মিছিলটি ১নং রেলগেইট, স্টেশনরোড, কলেজরোড হয়ে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। এর মাঝে রেলগেইট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্তর ও রেল স্টেশন চত্তরে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড আবুল কালাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম মো. মোস্তফা, কমিউনিস্ট পার্টি সদর উপজেলা কমিটির সভাপতি ধীরেন্দ্র নাথ দাস, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, গোয়ালন্দ উপজেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক মজিবর রহমান, সদর উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল হালিম প্রমূখ।
এসময় বক্তার বলেন, দেশে এক প্রকার নৈরাজ্য সৃষ্টি হয়েছে। প্রতিদিন বাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। অযৌক্তিকভাবে বিভিন্ন পণ্যের ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। শ্রমিক শ্রেণীর খেটে খাওয়া কম আয়ের মানুষ আজ তার খাওয়া কমিয়ে দিয়েছে। কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। শ্রমিকরা তাদের কাজ হারিয়ে বেকার হচ্ছে। কৃত্রিমভাবে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট তৈরি করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নড়বড়ে অবস্থায় রয়েছে। প্রতিদিনই চুরি ছিনতাই বাড়ছে। সারাদেশে একটি রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। এ সকল সমস্যার দ্রুত সমাধান করা দরকার। আর এজন্য দরকার একটি সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠিত হলে তারা এ সকল সমস্যার সমাধান করতে সক্ষম হবে বলে আমরা মনে করি। এ জন্য আমরা অবিলম্বে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষনার দাবি জানাচ্ছি।