Nabadhara
ঢাকাবুধবার , ৯ জুন ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে মোবাইল নম্বর সম্বলিত স্টিকার লাগাচ্ছে পুলিশ

Bayzid Saad
জুন ৯, ২০২১ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

বাইজীদ সা’দ, টুঙ্গিপাড়াঃ

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই শ্লোগান কে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা এলাকার ৮ টি বিটে বাড়ি বাড়ি বিট অফিসারদের ও থানার ডিউটি অফিসারের মোবাইল নম্বর সম্বলিত স্টিকার লাগাচ্ছেন বিটের দায়িত্বপ্রাপ্ত অফিসারগণ।

পুলিশ বাহিনীকে আরও বেশি জনমুখী করতে, মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে টুঙ্গিপাড়া থানার এ উদ্যোগ।

ইতিমধ্যেই পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড এবং মহল্লাগুলোকে ৮ বিটে বিভক্ত করে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণ এলাকার আইন-শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে খোঁজ রাখা এবং প্রাথমিকভাবে ব্যবস্থা গ্রহণ করছেন। এরই সঙ্গে এই মোবাইল নম্বর সম্বলিত স্টিকার কার্যক্রম এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ এফএম নাসিম নবধারা কে বলেন, “ঢাকা রেঞ্জের মাননীয় ডিআইজি হাবিবুর রহমান মহোদয়ের দিকনির্দেশনায় গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে টুঙ্গিপাড়া থানা এলাকার ৮ টি বিটে জনগণের দোরগোড়ায় ‌তড়িৎ গতিতে পুলিশি সেবা পৌঁছে দিতে প্রতিদিন বিট অফিসার এবং থানার ডিউটি অফিসারের মোবাইল নম্বর সম্বলিত স্টিকার লাগানোর কার্যক্রম চলছে। এর মাধ্যমে মাদক, ইভটিজিং, চুরি, ডাকাতিসহ সব ধরনের অপরাধমুলক কাজ কমে আসবে। এবং মানুষ ঘরে বসেই পুলিশি সেবা পাবে বলে আমরা আশা করছি।”

নবধারা/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।