Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের লোহাগড়ায় বিক্ষো*ভের পর পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

নড়াইল প্রতিনিধি
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি 

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুরুন্নবী’র বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

 

এ ঘটনার পর সোমবার ( ৩ফেবরুয়ারি)রাতে অভিযুক্ত পুলিশ পরিদর্শক কে তদন্ত কেন্দ্র থেকে প্রত্যাহার করে নড়াইল পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত তার প্রত্যাহারের দাবিতে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে শত শত লোক জড়ো হয়ে দফায় দফায় বিক্ষোভ করেন উত্তেজিত জনতা।

 

 

বিক্ষোভকারীরা জানান, রবিবার সন্ধ্যায় পুলিশ পরিদর্শক নুরুন্নবী লাহুড়িয়া গ্রামের মধ্যে কয়েকটি চায়ের দোকান থেকে লুডু খেলারত অবস্থায় ৭/৮ জন কে ধরে ফাঁড়িতে নিয়ে যায়। পরে তাদের কাছে টাকা দাবি করে বলেন, টাকা না দিলে আদালতে জুয়া খেলার অপরাধে চালান দেওয়ার হুমকি দেয়। স্থানীয় জামায়াতে ইসলামী এবং বিএনপির নেতাকর্মীরা পুলিশ পরিদর্শকের কাছে তাদের ছাড়াতে আসলে তাদের সাথে খারাপ আচারণ করেন। এরপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার সাথেও ফোন আলাপকালে অসদাচারণ করেন। এমনকি অভিযুক্ত পুলিশ পরিদর্শক প্রকাশ্যে ডক্টর ইউনুস কে গালি দেন বলেও দাবি করেন বিক্ষুব্ধরা। এক পর্যায়ে বিক্ষোভের মুখে তিনি আটককৃতদের ছেড়ে দিতে বাধ্য হন।

 

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নড়াইল জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুর রহমান মেহেদী বলেন,অভিযুক্ত পুলিশ পরিদর্শক নুরুন্নবী সব সময় অপেশাদার আচরণ করেন, যা অন্তর্র্বতীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করে। এজন্য উত্তেজিত জনতা মিছিল করে।

 

 

এ ব্যাপারে অভিযুক্ত পুলিশ পরিদর্শক নুরুন্নবীর সাথে (০১৩২০-১৪৬২২৩) নম্বরে ফোন করলে তিনি রিসিভ করে না। যার ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

 

 

নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর মঙ্গলবার(৪ফেবরুয়ারি) সকালে বলেন, অভিযোগ আসায় লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবী কে সোমবার রাতে প্রত্যাহার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।