মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া, নড়াইল
নড়াইলের নড়াগাতী থানার পুটিমারী গ্রামে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ বেলায়েত হোসেন বুলুর বাড়ীতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
০৬ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় বসতঘর সংলগ্ন জালানী রাখা টিনের ঘর সম্পুর্ন পুঁড়ে ছাই হয়ে যায়। গ্রামবাসীর সহযোগিতায় অল্পের জন্য রক্ষা পায় আশপাশের অসংখ্য বসতঘর। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিগত ২০ দিন আগেও দুর্বৃত্তরা বসতঘরে আগুন দিয়ে ক্ষতিসাধন করে। ওই ঘটনায় নড়াগাতী থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগীরা। বেলায়েত হোসেন ওই গ্রামের মৃত লুৎফর রহমান শেখের ছেলে।
প্রতিবেশী স্বজনরা জানান, ওই পরিবারের কেউই বাড়ীতে থাকেনা। ঘটনার দিন রাত ৩ টার দিকে আগুনে টিন ও বাঁশ পোঁড়ার শব্দে উঠে আগুন দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ২০ দিন আগেও কে বা কারা আগুন দিয়েছিল তাদের বসতঘরে। পাশেই বিদ্যুতের মিটারে আগুন লেগে গেলে কয়েকটি বাড়ী পুঁড়ে ছাই হয়ে যেত।
মুক্তিযোদ্ধার ছেলে নুরে আলম নুহু বলেন, আমরা নিরিহ মানুষ। আমাদের কোন শত্রু নেই। তবে একটি পক্ষের সাথে জমি সংক্রান্ত বিরোধ আছে এবং মামলা চলমান। ধারনা করা হচ্ছে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা কাগজপত্র ধ্বংস করার উদ্দেশ্যে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটাতে পারে। আমরা চাই আইনের মাধ্যমে সঠিক অপরাধী সনাক্ত হোক এবং তার বিচার হোক।
এ বিষয়ে নড়াগাতী থানার সাময়িক দায়িত্বপ্রাপ্ত এসআই দিবাকর জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তিনিও সরেজমিনে গিয়ে সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.