1. nabadhara@gmail.com : Nabadhara : Nabadhara ADMIN
  2. bayzidnews@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  3. bayzid.bd255@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  4. mehadi.news@gmail.com : MEHADI HASAN : MEHADI HASAN
  5. jmitsolution24@gmail.com : support :
  6. mejbasupto@gmail.com : Mejba Rahman : Mejba Rahman
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন

কলাপাড়ায় জমি দখলে ব্যর্থ হয়ে মা ও মেয়েকে মারধর, প্রতিবাদে মানববন্ধন 

নাঈমুর রহমান, পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৮ জন নিউজটি পড়েছেন।

নাঈমুর রহমান, পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের চিংগড়িয়ায় দিনে দুপুরে মনোতোষ হাওলাদার বাড়ীতে ঢুকে বসতঘর ও জমি দখলের চেষ্টা এবং তার স্ত্রী ও মেয়েকে মারধর, শ্লীলতাহানির ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ভূক্তভোগী পরিবারের সদস্যসহ এলাকাবাসী।

 

রবিবার বেলা সাড়ে এগারোটায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন শেষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন ভূক্তভোগী মনোতোষ মিস্ত্রির স্ত্রী অর্পনা বিশ্বাস, উজ্জ্বল চন্দ্র শীল, অঞ্জনা মিত্র, সুবল চন্দ্র শীল, রিনা রানী হাওলাদার, শুক্লা বিশ্বাস, নয়ন দাস, খোকন প্রমুখ।

 

 

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  বলেন, তপন, প্রফুল্ল এলাকার চিহ্নিত ভূমিদস্যু। তারা মনোতোষসহ ১৩ জনের নামে একাধিক মামলা দিয়ে টাকার বিনিময়ে আপোষ করার প্রস্তাব দিচ্ছে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে দলবল নিয়ে বাসা বাড়ী দখল করতে আসে। মানববন্ধনে দোষীদের গ্রেফতারের দাবি জানান তারা।

 

 

সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভূক্তভোগী মনোতোষ মিস্ত্রির স্ত্রী অর্পনা বিশ্বাস বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০টায় মনোতোষ মিস্ত্রির ঘরে ঢুকে তাকে মারধর করে ঘরে থেকে উচ্ছেদ ও জমি দখলের চেষ্টা করে স্থানীয় প্রফুল্ল মিস্ত্রি ও তপনের নেতৃত্বে একদল দূর্বৃত্ত। এসময় মনোতোষকে বাঁচাতে তার স্ত্রী অর্পণা ও মেয়ে শ্রাবন্তীকে মারধর করে তাদের পরনের জামা ও কাপড় খুলে শ্লীলতাহানি করে স্বর্নলংকার ছিনিয়ে নেয়। প্রতিবেশীরা এগিয়ে আসলে দূর্বৃত্তরা তাদের দেখে নেয়ার হুমকি দেয়। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে  ফেসবুকে ভাইরাল হয়েছে।

 

লিখিত বক্তব্যে অর্পনা বিশ্বাস আরো বলেন, ঘটনার পর থেকে তপন, প্রফুল্ল একাধিক মোটরসাইকেল নিয়ে বারবার বাসায় মহরা দিচ্ছে। প্রননাশের হুমকি দিচ্ছে। অকথ্য ভাষায় গালাগালি করছেন। মামলার ভয় দেখাচ্ছেন। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

 

 

এ বিষয়ে জানতে চাইলে তপন বলেন, প্রফুল্ল তাকে জমি ক্রয়-বিক্রয়সহ মোকদ্দমা পরিচালনার পাওয়ার দিয়েছেন। কিছুদিনের মধ্যে রেজিষ্ট্রেশন করে ওই জমি তিনি কিনে নিবেন। জমির বিষয় নিয়ে কথা বলতে সেসময় হাতাহাতি হয়েছে। তবে শ্লীলতাহানির অভিযোগ মিথ্যা।

 

 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম বলেন, শুক্রবারের ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved সর্বস্বত্বঃ দেশ হাসান
Design & Developed By : JM IT SOLUTION