নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত কমিটি অবৈধ ঘোষনা করে বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপির পদ বঞ্চিত নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা । রোববার(৯ফেব্রুয়ারি) দুপুরে লোহাগড়া প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলন করে প্রতিবাদ মিছিল বের হয়ে লোহাগড়া উপজেলা পরিষদের গেটে শেষ হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা বিএনপি নেতা ও সাবেক এজিএস আলহাজ্ব সাচ্চু মিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান এস এম শাহীন বিপ্লব,জেলা কৃষক দলের সদস্য সচিব ইনামুল হক চন্দন,ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তাইবুল হাসানসহ প্রমুখ।
বক্তারা বলেন,গত বছরের অক্টোবরের ২৬ তারিখে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির নির্বাচন/সম্মেলন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অংশগ্রহন কারী প্রতিদ্বন্দী নিকটতম ভোট পাওয়া প্রার্থীদের না রেখে টাকার বিনিময়ে আওয়ামী বাকশাল সদস্যদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। তাই আমরা সদ্য ঘোষিত উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবী জানাচ্ছি।
বক্তারা আরো বলেন,বর্তমান উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু টাকার বিনিময়ে আওয়ামীপন্থি লোক নিয়ে কমিটি গঠন করেছে। বর্তমান কমিটির বেশির ভাগ সদস্য লেখাপড়া জানে না। দাগি,খুনি আসামী,মাদক চোরাচালানী ব্যক্তিরা টাকার বিনিময়ে এই কমিটিতে আসছে আমরা এতে হতভম্ব হয়েছি। অনেক উচ্চ শিক্ষিত সিনিয়র ভিপি শফিকুল ইসলাম (সবুজ) এই কমিটিতে নেই। যিনি দীর্ঘ ৬ মাস কারা বরন করেছিলেন। এ ছাড়া আনিচুর রহমান কামাল, রেজাউল করিম মিন্টু,মেম্বর পলাশ, খোকন সরদার,রবিউল ইসলাম পলাশসহ অনেকের নাম বর্তমান কমিটিতে নেই।
লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম জানান কমিটি করতে গেলে ভুল হতে পারে। তবে আওয়ামীলীগের কোন লোক কমিটিতে নেই ।
লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরিফ বলেন, কমিটি কখোনো অবৈধ হয়না। কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে। কমিটিতে যোগ্য ত্যাগি নেতাকর্মীদের রাখা হয়েছে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশে বিএনপির পদ বঞ্চিত নেতাকর্মী ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।