শামীম শেখ, গোয়ালন্দ ( রাজবাড়ী)
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলাে নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেনা সদস্যের আজিজুল হক ওরফে আরজু (২৪)। তিনি রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের বারবাকপুর গ্রামের মোস্তাফা ব্যাপারীর ছেলে।
আরজু সিলেটের জালালাবাদ সেনানিবাসের ২২ ফিন্ড রেজিঃমেন্ট আর্টিলারি ইউনিটের একজন সৈনিক।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান।
তিনি বলেন, সন্ধ্যার পর সেনা সদস্য আজিজুল হককে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি হাসপাতালে আসার আগেই পথিমধ্যে মারা গেছেন।
নিহতের শ্বশুর মোঃ হারুন বলেন, আজিজুল কয়েকদিন আগে ছুটিতে গ্রামের বাড়িতে আসে। মঙ্গলবার বিকালে মোটরসাইকেল নিয়ে গোয়ালন্দের উদ্দেশ্যে বের হয়। গোয়ালন্দ থেকে বাড়ি ফেরার পথে নতুন রাস্তা এলাকায় একজন পথচারীকে বাঁচাতে সে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম শেখ বলেন, রাজবাড়ীর নতুনরাস্তা এলাকায় মহাসড়ক পার হওয়া এক বৃদ্ধ পথচারী হঠাৎ করে তার মোটরসাইকেলের সামনে এসে পড়ে। তখন আজিজুল ওই বৃদ্ধকে বাঁচাতে গেলে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে।এ সময় তার মাথায় হেলমেট না থাকায় গুরুতর রক্তাক্ত জখম হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত আজিজুলের মরদেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.