1. nabadhara@gmail.com : Nabadhara : Nabadhara ADMIN
  2. bayzidnews@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  3. bayzid.bd255@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  4. mehadi.news@gmail.com : MEHADI HASAN : MEHADI HASAN
  5. jmitsolution24@gmail.com : support :
  6. mejbasupto@gmail.com : Mejba Rahman : Mejba Rahman
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনের উরস শুরু

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর প্রতিনিধি 
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৮ জন নিউজটি পড়েছেন।

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরের সদরপুর উপজেলায় আটরশী বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্ব ওলি হজরত মাওলানা শাহ্ সুফি খাজাবাবা ফরিদপুরি (কু.ছে.আ) চার দিনব্যাপী পবিত্র উরস শুরু হয়েছে।

 

 

উরস উপলক্ষে আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে বিশ্ব জাকের মঞ্জিলে পবিত্র জুমার নামাজ আদায় করা হয়।

 

 

এলাকা ঘুরে দেখা গেছে, সদরপুরের আটরশি গ্রামের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ভক্তরা এসে তাঁবু স্থাপন শুরু করেছেন। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত হতে সড়ক মহাসড়ক ও নৌপথে বিভিন্ন যানবাহনে লাখো আশেকান জাকেরানরা সমবেত হচ্ছেন।

 

 

এ উরস উপলক্ষে দরবার শরিফে জুম্মার নামাজের পূর্বে সংবাদ সম্মেলনে উরস বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন বক্তব্য তুলে ধরেন আয়োজকরা।

 

 

বিশ্ব জাকের মঞ্জিলের সমন্বয়কারী শহিদুল ইসলাম শাহিন জানান, আগামীকাল শনিবার ফজর নামাজের পর ফাতেহা শরীফ পাঠ ও তরিকতের আমল পালনের মধ্য দিয়ে উরসের আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রতিদিন ফরজ আমলের পাশাপাশি পবিত্র কুরআন তেলাওয়াত, জিকির আজগার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ নসিহত, ওয়াজ মাহফিল এবং সুন্নাত এবাদতের পাশাপাশি নফল এবাদত চলবে। এখানে দেশ-বিদেশের বিপুল সংখ্যক ভক্ত-মুরিদানরা এ বছরের ওরসে অংশ নিবেন।

 

 

 

বিশ্ব জাকের মঞ্জিলের কর্মী গ্রুপের জেলা প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী জানান, প্রতিবছরের ন্যায় এবারো অসংখ্য আশেকান-জাকেরান, ধর্মপ্রাণ ব্যক্তিরা বিশ্ব দরবার শরিফে উপস্থিত হচ্ছেন। উরসে আসা সবার জন্য তবারকের ব্যবস্থা, রাত্রিযাপনের ব্যবস্থা ও বিভিন্ন যানবাহন পার্কিংয়ের জায়গার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।

 

 

 

জানা যায়, বিশ্ব অলি হজরত মাওলানা শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) কেবলাজান ছাহেবের স্থলাভিষিক্ত পীরজাদা মাহফুজুল হক মুজাদ্দেদী উরস চলাকালীন চার দিনই আশেকান জাকেরানদের সঙ্গে সাক্ষাৎ প্রদান করবেন । আগামী মঙ্গলবার ফজর নামাজের পর শাহসুফি ফরিদপুরীর (কু.ছে.আ) রওজা জিয়ারত করা হবে। এরপর বিশ্ব শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে চার দিনের এই উরস শরীফ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved সর্বস্বত্বঃ দেশ হাসান
Design & Developed By : JM IT SOLUTION