টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ)সংবাদদাতা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রতিবন্ধী শিশুদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মইনুল হক।
উপজেলা প্রশাসনের মাধ্যমে ৩৩ জন উপকার ভোগীর মাঝে ৮ ধরনের ৪৫ টি সহায়ক উপকরণ বিতরণ করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল কর্নার চেয়ার ৮ টি, স্টাডিং ফ্রেম ৮টি, টয়লেট চেয়ার ৮টি,কেএফও ৬টি,এফও ৩টি, ক্রাচ ১ টি।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো.মঈনুল হক প্রতিবন্ধী শিশুদের অভিভাবকদের উদ্দেশ্য বলেন,প্রতিবন্ধী বাচ্চাদের মাঝে চাহিদা অনুযায়ী এসব উপকরণ বিতরণ করা হয়।
এসময় তিনি আরো বলেন, এসব উপকরণের যথাযথ ব্যবহার করেন তাহলে অচিরেই শিশুদের সমস্যার সমাধান হবে।আমরা যদি দেখি শারীরিক ও মানসিক বিকাশ ঘটছে তাহলে পরবর্তীতে আরো বড় প্রকল্প নিয়ে প্রতিবন্ধী শিশুদের সাহায্য সহযোগিতা করা হবে।
এসময় টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ মো. খোরশেদ আলম, টুঙ্গিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, টুঙ্গিপাড়া উপজেলা সমাজসেবা অফিসার প্রকাশ চক্রবর্তী,জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কনসালটেন্ট ডাক্তার নাজমুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, টুঙ্গিপাড়া উপজেলা সমবায় অফিসার মো. জাকারিয়া, টুঙ্গিপাড়া উপজেলা পরিসংখ্যান অফিসার নজরুল ইসলাম সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।