Nabadhara
ঢাকাবুধবার , ১২ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় দু’মাস পর চোরাই মোটরসাইকেলসহ চোর আটক

মো.জিহাদুল ইসলাম, কালিয়া, নড়াইল
মার্চ ১২, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

মো.জিহাদুল ইসলাম, কালিয়া, নড়াইল

নড়াইলের কালিয়ায় দু’মাস পর চেরসহ চোরাই মোটরসাইকেল আটক করেছে এলাকাবাসী।  ৯ মার্চ ভোর রাতে উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা এলাকা থেকে ভ্যানে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র চাইনিজ কুড়ালসহ পুরুলিয়া ইউনিয়নের বুড়িখাখালী গ্রামের চোর ইউনুচ শেখকে আটক করে।

 

 

প্রত্যক্ষদর্শী পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়ীয়া গ্রামের সোহাগ শেখ, হায়দার মুন্সী ও বাকি বিল্লাহ জানান, ঘটনার দিন ভোর বেলা ফজরের নামাজ পড়ে রাস্তায় আসলে ইজিভ্যানে মোটরসাইকেল নিয়ে একজনকে যেতে দেখে তাদের সন্দেহ হয়। পরবর্তীতে বাসা থেকে মোটরসাইকেল এনে মহিষখোলা গিয়ে ভ্যানের গতিরোধ করে এবং দেখতে পায় গত ২ মাস আগে সাতবাড়ীয়া গ্রামের খশরু মোল্যার হারিয়ে যাওয়া মোটরসাইকেল। অতঃপর তারা চাইনিজ কুড়ালসহ চোর ইউনুসকে আটক করে খসরু মোল্যাকে ফোন দিলে নিজ মোটরসাইকেল সনাক্ত করেন এবং চোরও তার স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেয়। তারা আরো জানায় ইদানিং চোরের উপদ্রব্য বৃদ্ধি হওয়ায় এলাকায় অনেক চুরির ঘটনা ঘটছে। এই চোরকে আইনের আওতায় নিলে চোর সিন্ডিকেটের আসল রহস্য বেরিয়ে আসবে বলে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন।

 

 

অতঃপর উপজেলা বিএনপির সহ সভাপতি ও মহিষখোলা গ্রামের মাসুদ শেখের জিম্মায় সব কিছু রেখে ভুক্তভোগী চলে আসেন। পরে খসরু মোল্যাকে মোটরসাইকেল ফেরত দিলেও চোরের কেন বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা।

 

 

এ বিষয়ে মাসুদ শেখ ভিডিও বক্তব্য দিতে চাননি। তবে তার জিম্মায় রেখে মোটরসাইকেল ফিরিয়ে দিয়েছেন এবং দু’ পক্ষকে বসে বিষয়টি মিটিয়ে নেওয়ার বিষয়ে বলেছেন। তাছাড়া ভুক্তভোগী আইনের আশ্রয় নিলেও নিতে পারেন বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।