1. nabadhara@gmail.com : Nabadhara : Nabadhara ADMIN
  2. bayzidnews@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  3. bayzid.bd255@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  4. mehadi.news@gmail.com : MEHADI HASAN : MEHADI HASAN
  5. jmitsolution24@gmail.com : support :
  6. mejbasupto@gmail.com : Mejba Rahman : Mejba Rahman
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন

নড়াইলের কালিয়ায় দু’গুরুপের সং*ঘর্ষে নিহত ১, অস্ত্র ও গুলিসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, নড়াইল 
  • প্রকাশিতঃ শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৯১ জন নিউজটি পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক, নড়াইল 

 

নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে শনিবার (১৫মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দু’গুরুপের সংঘর্ষে হাসিম মোল্যা (৩৮) আহত হয়।

 

আহত সাসিম মোল্যা কে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসিম মোল্যা মারা গেছে। নিহত সাসিম মোল্যা সিলিমপুর গ্রামের আবেদ মোল্যার ছেলে।

 

এসময় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ২০ রাউন্ড গুলি ও অস্ত্রসহ সিলিমপুর গ্রামের মৃত আহমেদ মোল্যার ছেলে সিরাজ মোল্যা (৪২)ও একই গ্রামের মকবুল শেখের ছেলে আজিজার শেখ (৫৫) আটক করেছে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে ঠান্ডু মোল্যার সাথে একই গ্রামের জনি মোল্যার মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

 

এ ঘটনার জের ধরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঠান্ড মোল্যা গ্ররুপের লোকজন স্থানীয় তৈরি দেশীয় অস্ত্র ঢাল,সড়কি,রাম দা,ইট পাটকেল নিয়ে জনি মোল্যার গ্ররুপের লোকজনের ওপর হামলা চালায়। এসময় সংঘর্ষে উভয় পক্ষে দুই পুলিশ সদস্য চন্দন সাহা ও সজল এবং সিলিমপুর গ্রামের কাদের মোল্যা,জনি মোল্যা,হাসিম মোল্যা,তোতা মোল্যা,বনি মোল্যা,আনিস মোল্যাসহ ৮জন আহত হয়েছে। আহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত সাসিম মোল্যা কে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে দুপুরে দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোঃ মেহেদী হাসান জানান,সিলিমপুর গ্রামে অতিরিক্ত পুলিশসহ সেনাবাহিনী মোতায়েন রয়েছে। তবে অস্ত্র উদ্ধার ও নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেত্তয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved সর্বস্বত্বঃ দেশ হাসান
Design & Developed By : JM IT SOLUTION