মো.মিজানুর রহমান,কালকিনি প্রতিনিধি
কালকিনি উপজেলা পরিদর্শন ও বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
মঙ্গলবার (১৮ মার্চ)সকালে কয়েকটি উন্নয়ন মূলক কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
সকাল ১১টায় কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ এর সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা মুক্তমঞ্চ উদ্বোধন,৮০ জন নারী উদ্যােক্তাদের মাঝে প্রায় ১২ হাজার টাকা করে চেক বিতরণ,কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ড্রেস বিতরণ ও পাঙ্গাশিয়া কালভার্ট ব্রীজ উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় কার্যালয়ের পরিচালক হেলনা ভানু,মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক হাবিবুল আলম,ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন ও কালকিনি উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মাহবুবা ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বদিউজ্জামান,৭নং কৃষ্ণনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহআলম-সহ উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.