নবধারা প্রতিনিধি :
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক জবাবদিহির প্রকাশক ও সম্পাদক আকতার হোসেন রিন্টু অন্যান্যদের সাথে নিয়ে গত বুধবার দুপুর পৌনে তিনটার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
শ্রদ্ধা নিবেদনের পর তিনি বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতিহা পাঠ ও দোয়া করেন। প্রকাশক ও সম্পাদক আকতার হোসেনসহ অন্যান্যরা মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেও দোয়া করেন।
এসময় নির্বাহী সম্পাদক তৌহিদুর রহমান, বিশেষ প্রতিনিধি আফজাল সিরাজুদ্দিন,সহকারি মফস্বল সম্পাদক তছলিমা খাতুন, সহ সম্পাদক নাঈমা জান্নাত বৃষ্টি, দৈনিক খবরের জেলা প্রতিনিধি আহম্মদ আলী খান,দৈনিক জবাবদিহির গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মো: মাহমুদ কবির আলী, টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি এসএম বিপুল ইসলাম,কাশিয়ানী উপজেলা প্রতিনিধি মো: ফাহিম,মিশকাত শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে দৈনিক জবাবদিহির প্রকাশক ও সম্পাদক আকতার হোসেন রিন্টু বঙ্গবন্ধুর সমাধি সৌধে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। তিনি অন্যান্যদের সাথে নিয়ে শেখ পরিবারের ঐতিহ্যবাহি আদি বাড়ী,শেখ পরিবারের ঐতিহ্যবাহি বড় তালাব,জাদুঘর ও পাঠাগারসহ জাতির জনক বঙ্গবন্ধুর সমাধি সৌধ এলাকা ঘুরে দেখেন।
দৈনিক জবাবদিহির নির্বাহী সম্পাদক তৌহিদুর রহমান সাংবাদিকদের বলেন,‘দৈনিক জবাবদিহি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গিকারাবদ্ধ। জাতির পিতার সমাধি সৌধ ,টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জের সংবাদ দৈনিক জবাবদিহি সব সময় গুরুত্বের সাথে প্রকাশ করে। আগামীতেও এধারা অব্যাহত থাকবে। জাতির পিতার জন্মস্থান গোপালগঞ্জের সন্তান হিসাবে আমি বলতে চাই বঙ্গবন্ধুর স্বপ্ন ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে দৈনিক জবাবদিহি সব সময় সোচ্চার ভুমিকা পালন করবে’।
দৈনিক জবাবদিহির প্রকাশক ও সম্পাদক জনাব আকতার হোসেন রিন্টু জাতির পিতার সমাধি সৌধ এলাকাসহ টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জের সংবাদ ও ছবি গুরুত্বের সাথে প্রকাশের ব্যাপারে জোর আগ্রহ প্রকাশ করে সাংবাদিকদের বলেন,‘জাতির জনকের জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত হয়েছিল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সংবাদ মাধ্যম যেমন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে দেশের স্বাধীনতা অর্জনে বিশেষ ভুমিকা পালন করেছিল তেমনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আগামীর বাংলাদেশকে বিশ^ দরবারে সুপ্রতিষ্ঠিত করতেও সংবাদ মাধ্যম গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। দৈনিক জবাবদিহি স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে আরও বেগবান করে দেশ ও জাতির উত্তোরোত্তর সমৃদ্ধি অর্জনে কার্যকর ভুমিকা পালন করবে। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে গনমাধ্যম এগিয়েছে অনেক । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনমাধ্যমকে এগিয়ে দিয়েছেন। তিনি দেশের গনমাধ্যমকে আধুনিকায়ন করে বিশ্বের বুকে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে গনমাধ্যমের বিভিন্ন শাখা যেভাবে বিস্তার লাভ করেছে তা অন্য কোন সরকারের আমলে করে নাই’।