সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
যারা ৫ ই আগষ্টের আগে আন্দোলন সংগ্রামে ছিলেন না।তারা দলের পিছনের সারিতে থাকবেন সামনে আসার চেষ্টা করবেন না বলে জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান সমন্বয়ক এম এ সালাম।
১৯ মার্চ বিকেলে বাগেরহাট সদরের গোটাপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হ্যতা কামনায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন যদি কেউ সামনে আসতে চায় তাকে টেনে নামাবেন।এটি আমার নির্দেশনা নয় এটি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ।এসময়ে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হ্যতা কামনা।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,প্রয়াত আরাফাত রহমান কোকো সহ জুলাই আগষ্ট আন্দোলনে শহীদ সকল নেতাকর্মী,ছাত্রজনতার রুহের মাগফেরাত কামনা ও আহত সকলের দ্রুত সুস্হ্যতা কামনা করে দোয়া করতে অনুরোধ জানান।
গোটাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ বাশারাত হালদার এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন জেলা বিএনপি নেতা সৈয়দ নাসির আহমেদ,খাদেম নেয়ামুল নাসির আলাপ,শেখ শমসের আলী মোহন,জেলা কৃষকদল নেতা সৈয়দ আসাফুদ্দৌলা জুয়েল সহ অন্যান্য নেতৃবৃন্দ।