শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
বালাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বড়বাড়িয়া ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রোববার উপজেলার বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম,বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট-১ মনিটরিং কমিটির সদস্য শমশের আলী মোহন, সদস্য অধ্যপক হাদি উজ্জামান হিরো,উপজেলা বিএনপির আহবায়ক মমিনুল হক টুলু বিশ্বাস, সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডুসহ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক বৃন্দ।
এছাড়া উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আছাদুজ্জামান উপস্থিত ছিলেন।
সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে মোঃ মোজাফফর সিকদার ২৩৬ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দী আনারস প্রতীক নিয়ে এস,এম হুমায়ুন কবির পেয়েছেন ১৯৭ভোট। সাধারন সম্পাদক পদে হারিকেন প্রতীকে মোঃ সেলিম শেখ ১৯১ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোরগ প্রতীকে মোঃ কামরুজ্জামান স্বাধীন পেয়েছেন ১৪৮ভোট। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে কবুতর প্রতীক নিয়ে মোঃ লাবলু শেখ ১৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতীদ্বন্দী বই প্রতিকে আবুল কালমা শেখ ( হাজী মিঠু) ১৩৮ভোট পেয়েছেন।
নির্বাচনে ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।