শরিফুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার শিশু শিক্ষা প্রতিষ্ঠান লক্ষীপাশাস্থ মেসেজ ইন্টারন্যাশনাল স্কুল (এম,আই,এস) এর নতুন শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়েছে।
গতকাল রবিবার সকালে মেসেজ ইন্টারন্যাশনাল স্কুল চত্বরে বই বিতরণ করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শ্রী ভরত চন্দ্র বিশ্বাস। লোহাগড়া পৌর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হাসান শিমুল, সাধারণ সম্পাদক মোঃ শরিফুজ্জামান, সাংবাদিক রইচ উদ্দিন টিপু, ইত্তেফাক প্রতিনিধি এস এম শরিফুল ইসলাম ও প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ শ্রী ভরত চন্দ্র বিশ্বাস বলেন, মেসেজ ইন্টারন্যাশনাল স্কুলে বাবা-মায়ের স্নেহ দিয়ে শিশুদের শিক্ষাদান করা হয়। শিশুদের আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার জন্য অভিজ্ঞ শিক্ষক মন্ডলী সার্বক্ষণিকভাবে শিশুদের তদারকী করেন।