Nabadhara
ঢাকাশনিবার , ১২ জুন ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে মোটরসাইকেল চালকদের থানা পুলিশের ফুলেল শুভেচ্ছা 

Bayzid Saad
জুন ১২, ২০২১ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা (স্টাফ রিপোর্টার)  চিতলমারীঃ

বাগেরহাটের চিতলমারী থানা পুলিশের উদ্যোগে বৈধ কাগজপত্রসহ হেলমেট পড়ে ও মুখে মাস্ক নিয়ে চলাচলকারী মোটর সাইকেল চালকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

একই সাথে যারা কাগজপত্র ও হেলমেট ছাড়া মোটর বাইক চালাচ্ছেন তাদের সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আজ শনিবার সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত চিতলমারী থানার নবাগত অফিসার ইনচার্জ এ, এইচ, এম কামরুজ্জামানের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম সদর বাজারের শহীদ মিনার সংলগ্ন রাস্তায় এ ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনের আয়োজন করেন।

এ সময় বৈধ কাগজপত্র, হেলমেট ও মুখে মাস্ক থাকা প্রায় শতাধিক মোটর বাইক চালককে একটি করে রজনীগন্ধার স্টিক দেওয়া হওয়া হয়। থানা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ এ, এইচ, এম কামরুজ্জামান নবধারা কে বলেন, আমরা ফুলেল শুভেচ্ছা জানানোর মাধ্যমে সকলকে বৈধ ভাবে মোটর বাইক চালানোর জন্য অনুপ্রানিত করছি। যারা নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নবধারা/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।