শেখ শাহিনুর ইসলাম শাহিন, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে কোদালিয়া ইউনিয়ন পরিষদে বিনামূলে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১২ জুন) কোদালিয়া রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে সকাল ৯ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিনামূলে বিভিন্ন বয়সের ৩৩০ জন নারী পুরুষের রক্তের গ্রুপ নির্ণয় করেন।
কোদালিয়া রক্তদান ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য ওহিদুজ্জামান মোল্লা এর সভাপতিত্বে উক্ত কর্মসূচির উদ্বোধন করেণ কোদালিয়া ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোদালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান, মোঃ সিপন ভূঁইয়া, মাওলনা আবু-বক্কর সিদ্দিক, রফিকুল ইসলাম মানিক, মেহেদী হাসান আকাশ, নাদিমুল ইসলামসহ কোদালিয়া রক্তদান ফাউন্ডেশনের উপদেষ্টা ও কর্মীবৃন্দ।
কর্মসূচিতে সার্বিক সহযোগীতা করেন বাধঁন বশেমুরবিপ্রবি ইউনিট এবং বাগেরহাট জেলা ব্লাড ব্যাংক পরিবার।
নবধারা/বিএস