Nabadhara
ঢাকাশনিবার , ১২ জুন ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে ধারালো অস্ত্র ও মুখোশ ধারীদের দুর্ধর্ষ চুরি !

Bayzid Saad
জুন ১২, ২০২১ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

শেখ শাহিনুর ইসলাম শাহিন, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে মুখোশ ও হ্যান্ড গ্লাভস পরিহিত ৮/১০ জনের সংঘবদ্ধ দুস্কৃতিকারীরা ঘরে ঢুকে পরিবারের সকলকে ধারালো অস্ত্রের মূখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও কাপড় লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার দিনগত রাত ১টা হতে ৩টা পর্যন্ত উপজেলার আংরা গ্রামে জিনুর শিকদারের ফাকা বাড়িতে দুর্ধর্ষ চুরি/লুটের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ কাজী মোঃ গোলাম কবীর শনিবার সকালে ওই বাড়িসহ আশ-পাশ এলাকা পরিদর্শন করেছেন। একই সাথে দুস্কৃতিকারীদের খোঁজ করতে/ধরতে বিশেষ উদ্যোগ নিয়েছেন বলেও জানান তিনি।

গৃহকর্তা জিনুর শিকদারের ছেলে কৃষক সবুজ শিকদার (৩০) জানান, জানালার ফাকা দিয়ে হাত ঢুকিয়ে দরজা খুলে সংঘবদ্ধ চোররা ঘরের মধ্যে প্রবেশ করে। এরপর আমাকেসহ আমার স্ত্রী এবং বৃদ্ধ বাবা ও মা’কে একে একে ডেকে তুলে সকলকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর আমার স্ত্রী, মা ও শিশু কন্যার তিন জোড়া কানের দুল ও একটি চেইন চোরদের কাছে দিতে বাধ্য করে। এরপর তারা আমাদের ঘরের ধান, চাল, কাথা-কাপড়সহ সর্বস্ব তছনছ করে।

এসময় ঘরে থাকা নগদ পঞ্চাশ হাজার টাকা ও কাপড় পর্যন্ত তারা নেয়। এছাড়া আমাদের ঘরে দীর্ঘ দুই ঘন্টা অবস্থান করাসহ ফ্রিজে থাকা মিষ্টি ও ঘরে থাকা আম ও কাঠাল খায় তারা (চোররা)। সবশেষে আমাকে পেছন হাত করে বেধে রেখে যায়।

এ ঘটনায় চোরদের চিনতে না পারায় এবং ভবিষ্যৎ বিপদের ভয়ে মামলা করবেন কি না ভেবে চিন্তে সিদ্ধান্ত নিবেন বলেও জানান সবুজ শিকদার।

গৃহকর্তা জিনুর শিকদার (৮৫) জানান, রাত আনুমানিক ১টার দিকে আমাকে চাচা বলে ডেকে ঘুম ভাংগিয়ে বলে, ঘরে নগদ টাকা কোথায় আছে? ওই সময় আমি প্রথমে একজনকে জড়িয়ে ধরে আমার ছেলেকে ডাকি। তখন তারা আমার মুখের উপর ধারালো রাম-দা ধরে বলে চিৎকার করবেন না। ওই দায়ের মাথা আমার মুখে লেগে সামান্য কেটে গেছে। এর পর আর চিৎকার করি নাই।

জিনুর শিকদারের স্ত্রী নুর জাহান বলেন, আমাকে চাচি বলে ডাক দিয়ে চোররা বলে আপনার কানের দুল দেন। তখন আমি চিৎকার করলে ওরা আমার গলা পাড়িয়ে ধরে ধারালো অস্ত্র দেখিয়ে বলে জবাই করে ফেলবো। এরপর আমি কানের গহনা খুলে দিই এবং ওদের ভয়ে দোয়া পড়তে থাকি। একইভাবে আমার বেটার বউয়ের এবং শিশু নাতিনের কানের দুল নেয় তারা।

নবধারা/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।