শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে মাইশা টাওয়ার নামের একটি পাঁচতলা ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী অনিতা বিশ্বাস (৩০) তিনি ওই ভবনে অবস্থিত একটি বে-সরকারি ক্লিনিকে কাজ করতেন।
(সোমবার ৭এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরে মাইশা টাওয়ার নামে ভবনটিতে আগুন লাগে। আগুন লাগার পর ভবনটিতে আটকা পড়ে অন্তত ৩০জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় ক্লিনিক ও চিতলমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস,সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এলাকাবাসির সহযোগীতায় দীর্ঘ প্রচেষ্টার পর বেলা সাড়ে ১১টারদিকে আগুন নিয়ান্ত্রনে আনে।
পাঁচতলা ভবনটিতে সোনালী ব্যাংক কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়াসহ ৪টি ব্যাংকের শাখা ও বিভিন্ন কোম্পানির শোরুম রয়েছে। স্থানীয় বাসন্দা হালিমহোসেন বলেন, সকালে হঠাৎ ধোঁয়াবের হতেদেখে আমরা দৌড়ে যেয়ে দেখি মানুষ চিৎকার করছে। কেউ যানালা দিয়ে নামছে আবার অনেকে নিচে লাফ দিচ্ছে।আরেক বাসিন্দা রফিক মোল্লা বলেন ,সেনাবাহিনী আর ফায়ার সার্ভিসের সাথে আমরা নিজেরা সনাতন পদ্বিতিতে পানি ছিটিয়েছি।
চিতলমারী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো: রায়হান বলেন, আগুন লাগার খবর পেয়ে বাগেরহাট ও চিতলমারী সেনা ক্যাম্পের সদস্যরা উদ্ধার কাজে অংশ নেয়। ভবনটির চতুর্থ তলায় একটি ক্লিনিক থাকায় সেখান কার রোগীদের আমরা নিরাপদে উদ্ধার করেছি। বহুতল ভবনটির নিচতলায় মার্কেট রয়েছে। ধারনা করা হচ্ছে শর্ট সার্কিট অথবা বিড়ি সিগারেটের আগুন থেকে ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে।
চিতলমারী থানার ওসি এস,এম শাহাদাৎ হোসেন বলেন অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এলাকা বাসির সহযোগীতায় আগুন নিয়ান্ত্রনে আনে ও উদ্ধার কাজে অংশ নেয় এসময় অনিতা বিশ্বাস নামের একজন নারী ধোয়ায় শ্বাস কষ্টের সিড়ি থেকে পড়ে মারা যায়।
ফায়ার সার্ভিসের খুলনা বিভাগের উপ পরিচালক মোহাম্মাদ মতিউর রহমান বলেন, ভবনের নিচতলা থেকে আগুনের সুত্রপাত হয়েছে। পরেসেটি তৃতীয় তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চিতলমারী,মোল্লাহাট,বাগেরহাট, খুলনাসহ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনা স্থলে এসে আগুন নিয়ান্ত্রনে আনে।ভবনে আটকে পড়া একনারীর মৃত্যু হয়েছে। তিনি ধোয়ার কারনে মারাগেছে বলে ধারনা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমান এবং অগ্নি কান্ডের সুত্রপাত এখনো যানা যায়নি।
চিতলমারী হাসপাতাল সূত্রে জানা গেছে আগুনে আক্রান্ত হয়ে চিতলমারী হাসপাতালে এপর্যন্ত ২৬জন ভর্তি হয়েছে তার মধ্যে ১৩জন চিকিৎসা নিয়ে চলে গেছেন অন্যরা হাসাপাতলে ভর্তি রয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.