কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনা সুরক্ষায় মাস্ক বিতরণ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন। আজ শনিবার (১২ জুন) দুপুরে চাপ্তা কুরআনিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে মোঃ আমিন উদ্দিন স্মৃতি পরিষদ খুলনা ও চাপ্তা আইডিয়াল ক্লাবের উদ্যোগে এ মাস্ক বিতরণ করা হয়েছে।
এ সময় কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায়, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের রহমান রাশেদ, সাংস্কৃতিক সংগঠক, বিশিষ্ট সমাজকর্মী এবং শিক্ষাবিদ এম.এম মাসুদ মাহমুদ উপস্থিত ছিলেন।