Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় বিএনপি নেতাকে কু’পিয়ে হাত বি’চ্ছিন্ন,আহত- ৪

শরিফুল ইসলাম,নড়াইল অফিস
এপ্রিল ২২, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম,নড়াইল অফিস

নড়াইলের লোহাগড়ায় স্থানীয় আধিপত্যর জের ধরে বিএনপি’ নেতা মিরাজুল ইসলাম ওরফে মিরাজ ফকির (৫২) কে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষরা।

 

মিরাজ ফকির উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সারুলিয়া গ্রামের মৃত্য আলম ফকিরের ছেলে। মঙ্গলবার(২২এপ্রিল) দুপুরের দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় একই গ্রামের ইমরান ফকির, কবির খান ও বাবলু শরিফ কে কুপিয়ে গুরুতর আহত করেছে। আহতদের প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে সবাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। উল্লেখ্য বিগত আওয়ামী সরকারের আমলে( ১৯৯৬ সালে) একই প্রতিপক্ষরা কুপিয়ে মিরাজ ফকিরের ডান পা কুপিয়ে বিচ্ছিন্ন করে দেয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সারুলিয়া গ্রামের মিরাজুল ইসলাম ওরফে মিরাজ ফকিরের সাথে দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্যর বিস্তারের জের ধরে ইউপি সদস্য রওশন কাজীর মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুর মিরাজ ফকির এড়েন্দা হাট থেকে বাড়ী ফেরার পথে প্রতিপক্ষ রওশান কাজীর লোকজন ধারালো অস্ত্র নিয়ে মিরাজ ফকিরের উপর হামলা করে। হামলাকারীরা মিরাজ ফকির কে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। এ সময় তার সাথে থাকা বাবলু শরিফ ,ভাই ইমরান ফকির ও কবির খান ঠেকাতে গেলে তাদেরও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড কর হয়েছে।

 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । বর্তমান এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।