কচুয়া (বাগেরহাট) প্রতিনিধিঃ
কচুয়ায় বৈদ্যুতিক তার চুরি করার সময় তার সহ ৬ চোরকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল ১২ জুন সন্ধায় বাধাল গ্রমাস্থ আঃ জব্বার শেখ এর বাড়ির উত্তর পাশে সাইনবোর্ড হইতে পিরোজপুর গামী মহা সড়কের উপর হইতে আসামীদের ৩৩ কেভি মার্লিন বৈদ্যুতিক তার (২২ বান্ডেল) যা লম্বা অনুমান ৩,৭০০ ফিট, মূল্য অনুমান ১,৯০,০০০/- টাকা সহ চোরদের আটক করা হয়।
আটককৃত আসামীরা হলো ১। পল্লব মাঝি (২০), পিং-পরিতোষ মাঝি, সাং- ডুমরিতলা শারীকতলা, ২। মোঃ নাঈম হোসেন (২২), পিং-মৃত আব্দুল রব হাওলাদার, সাং-বড় খলিশাখালী, ৩। আঃ মালেক মৃধা (২৩), পিং-মোঃ কালাম মৃধা, সাং-গুয়াবাড়িয়া, ৪। মোঃ মানিক শেখ (৩০), পিং-মৃত আঃ হাকিম শেখ, সাং-নরখালী, ৫। সুমন শেখ (৩৫), পিং-মোঃ হালিম শেখ, সাং-মরিচাল, সর্ব থানা-পিরোজপুর সদর, ৬। জামাল মোল্লা (৬০), পিং-মৃত মোদাচ্ছের আলী মোল্লা, সাং-চামি (ইন্দেরহাট), থানা-স্বরূপকাঠি, সর্বজেলা-পিরোজপুর।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানী লিমিটেড এর সহকারী প্রকৌশলী পিরোজপুর উপজেলা সৈয়াদ রায়হান হোসেন বাদী হয়ে এদের বিরুদ্ধে কচুয়া থানায় মামলা করেছেন। মামলা নং-৪।
নবধারা/বিএস
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.