Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৫ জুন ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় মাস্ক বিহীন ঘোরাফেরা করায় প্রশাসনের জরিমানা ও মাস্ক বিতরণ

Bayzid Saad
জুন ১৫, ২০২১ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে করোনা সংক্রমণ অধিক হারে বেড়ে যাওয়ায় নির্দিষ্ট কিছু এলাকায় চলছে সপ্তাহব্যাপী লকডাউন।

জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান চলতি মাসের ১২ তারিখ থেকে লকডাউনের ঘোষনা দেওয়ার পর থেকেই প্রশাসন থেকে মাস্ক এর ব্যবহারের উপর চলছে কড়াকরি অভিযান।

এই অভিযানের অংশ হিসেবে আজ মঙ্গলবার (১৫ জুন) কালিয়া উপজেলা প্রশাসন কালিয়া বাজারে মাস্ক ব্যবহার না করা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জহুরুল ইসলাম,কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া, কালিয়া পৌর মেয়র মোঃওয়াহিদুজ্জামান হীরা।

এ সময় মাস্ক ব্যাবহার না করার দায়ে ৭ জন পথচারী ও এক দোকানিকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জহুরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুদা নবধারা কে বলেন, করোণা সংক্রমণ রোধে আমাদের সবাইকে সবসময় ঘরের বাহিরে গেলেই মাস্ক ব্যবহার করতে হবে অন্যথায় আমরা মাস্কবিহীন ব্যক্তিকে আইনের আওতায় এনে জরিমানাসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করতে বাধ্য থাকব।

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ে নাকাল হয়ে পড়েছে জেলার কয়েকটি অঞ্চল।

জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২১০৬জন। মৃত্যু হয়েছে ২৮ জনের এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৮৬৮ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।