নওগাঁ প্রতিনিধি
ইসলামি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ‘নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্প’ দ্রুত অনুমোদন ও জানুয়ারি ২০২৫ হতে বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় মডেল মসজিদের সামনে শিক্ষক, কেয়ারটেকার ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে জেলা ইসলামি ফাউন্ডেশনের মাঠকর্মী মাওলানা তৌফিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ লাইন মসজিদের শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক, সরকারি শিশু পরিবারের শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক, পত্নীতলা উপজেলর মডেল কেয়ারটেকারের শিক্ষক মাওলানা ওমর ফারুক, রানীনগর উপজেলার সহজ কুরআন শিক্ষা শিক্ষক মাওলানা রুহুল কুদ্দুস এবং মহাদেবপুর উপজেলার সাধারণ কেয়ারটেকার শিক্ষক মাওলানা আব্দুল মতিন প্রমুখ।
বক্তারা বলেন, গত বছরের ১৯ আগস্ট ধর্ম উপদেষ্টা প্রকল্পের বিদ্যমান জনবলকে রাজস্বখাতে স্থানান্তর করার আশ্বাস প্রদান করা হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। গত ১৪ মে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির একটি সভায় সিদ্ধান্ত হয় ৫ মাসের বেতন-ভাতা বাদ দিয়ে প্রকল্প অনুমোদনের তারিখ থেকে বেতন-ভাতা প্রদান করা হবে। এরপর থেকে প্রকল্পে কর্মরত ৮৪ হাজার শিক্ষক, কেয়ারটেকার, কর্মকর্তা-কর্মচারীগণের মধ্যে ব্যাপক উদ্বেগ, উৎকণ্ঠা ও হতাশার সৃষ্টি হয়েছে।
গত ঈদুল ফিতরেও প্রকল্পের জনবল ও শিক্ষক কেয়ারটেকারদেরকে বেতন-ভাতা দেওয়া হয়নি। বেতন-ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে আমরা সবাই মানবেতর জীবনযাপন করছি। তারপরও কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছি। পবিত্র ঈদুল আজহা'র পূর্বে আমাদের বেতন-ভাতা প্রদান করা না হলে সারা দেশে সরকারের ভাবমর্যাদা ক্ষুন্ন হবে।
প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদুল আজহার পূর্বে প্রকল্পে কর্মরত জনবল ও শিক্ষক-কেয়ারটেকারগণের বেতন-ভাতা পরিশোধ করে জনবলকে রাজস্ব খাতভুক্তকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয় এ মানববন্ধন থেকে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.