দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরের কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শ্রেনি কক্ষ থেকে বিদ্যালয়ের নৈশপ্রহরী মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। মৃত ওই নৈশপ্রহরী নাম মোজাফফর হোসেন (৫৫)। সে উপজেলার সুখানদিঘী গ্রামের মৃত ওহির উদ্দিনের ছেলে।
রোববার সকাল ৭টার দিকে উপজেলার কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নৈশপ্রহরীর বড় ছেলে নাইম হাসান বলেন, আমার বাবা কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে প্রায় ২৪ বছর যাবত নৈশপ্রহরী চাকরি করেন। শনিবার রাত ৭ টায় বাড়ি থেকে বের হয় স্কুলে যাবে বলে। রাতে বৃষ্টি হওয়ায় বাবা বাড়িতে রাতের খাবার খেতে আসেন নি। আমরা পরিবারের লোকজন মনে করছি রাতে বৃষ্টি হওয়ায় বাবা বাজারেই রাতের খাবার খেয়েছেন। পরদিন রোববার সকাল ৭ টার দিকে বাবার মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি। পরে স্কুলে গিয়ে ডেকেও বাবার কোন সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে স্কুলের পিয়নকে ডেকে দরজা খুললে বাবার মরদেহ পাওয়া যায়।
নাইম আরও বলেন, বাবা এর আগে স্টোক করেছিল। সে অসুস্থ ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমানের ব্যবহত মোবাইল নম্বর একাধিক কল করা হলেও তিনি রিসিভ করেননি। পরে সাংবাদিক পরিচয়ে ক্ষুদে বার্তা দিলেও সে সাড়া দেয়নি।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, মৃত মোজাফফর ওই বিদ্যালয়ের নৈশপ্রহরী ছিলেন। মর'দেহ উদ্ধারের সময় তার পাশেই কীটনাশকের বোতল পাওয়া গেছে। নাক ও মুখ ফেনা বের হচ্ছিল। ধারণা করা হচ্ছে সে কীটনাশক পানে আত্মহত্যা করেছেন।
মৃতের পরিবার আত্মীয়-স্বজন ও স্কুলের প্রধান শিক্ষক সহ স্থানীয় জনসাধারনদের জিজ্ঞাসাবাদে তাদের কোন অভিযোগ না থাকায় মর'দেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানা একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.