নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে কালবৈশাখী ঝড়ে বাড়ির পুরনো প্রাচীর ধসে পড়ে বিথি খাতুন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনা ঘটে। মৃত বিথি ওই গ্রামের কৃষক আবু বক্করের মেয়ে এবং স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ করে আকাশ কালো মেঘে ছেয়ে যায় এবং শুরু হয় প্রবল কালবৈশাখী ঝড় ও ভারী বর্ষণ। সে সময় বিথি বাড়ির পাশে টিউবওয়েলের কাছে হাত-পা ধুচ্ছিল। আকস্মিক ঝড়ো হাওয়ায় ঘরের পাশের পুরনো ও দুর্বল একটি প্রাচীর বিকট শব্দে ধসে পড়ে তার উপর। মুহূর্তেই মেয়েটি ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে যায়।বিথির স্বজন ও প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে ধ্বংসস্তূপ সরিয়ে তাকে উদ্ধার করে নিকটতম একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই হালিম বলেন, “বিথি খুব মনোযোগী ছাত্রী ছিল। স্বপ্ন ছিল বড় হয়ে শিক্ষক হয়ে গ্রামের শিশুদের পড়াবে। একটুখানি বৃষ্টিতে ভেঙে পড়া দেয়ালই ওর স্বপ্নের অবসান ঘটাল।”বিথির মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা ভিড় করেছেন তার বাড়িতে। সবার চোখে-মুখে বিষণ্নতা, বাকরুদ্ধ হয়ে পড়েছেন অনেকেই।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে।