গোপালগঞ্জ প্রতিনিধিঃ
হারিয়ে যাওয়া ১০ বছরের শিশু তানভীরকে উদ্ধার করে বাবার কোলে ফিরিয়ে দিয়েছে মুকসুদপুর থানা পুলিশ।
বুধবার (১৬ জুন) সন্ধ্যায় শিশুটির বাবা আব্দুল মান্নানের কাছে ফিরিয়ে দেয়া হয়। উদ্ধার হওয়া শিশুটির বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার তেলিআবদা গ্রামে।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া নবধারা কে জানান, শিশু তানভীর গত ১২ জুন বাবার সাথে চট্টগ্রাম যাওয়ার পথে ভুল ট্রেনে উঠে হারিয়ে যায়। পরে ১৫ জুন তারিখে শিশুটিকে মুকসুদপুর থানার বাহাড়া গ্রামে স্থানীয় লোকজন কাঁদতে দেখে মুকসুদপুর থানায় সংবাদ দেয়।
সংবাদ পেয়ে তাৎক্ষনিকভাবে থানার এসআই গোলাম কিবরিয়া শিশু বাচ্চা তানভীর কে উদ্ধার করে থানায় নিয়ে আসে। শিশু বাচ্চাটির সাথে কথা বলে এবং বিভিন্ন মাধ্যমে শিশুটির ঠিকানায় যোগাযোগ করে অবশেষে তার বাবার সাথে মোবাইলে কথা বলে তার হারিয়ে যাওয়া শিশু তানভীর কে খুঁজে পাওয়ার বিষয়ে জানানো হয়। পরবর্তীতে হারানো সন্তানের জন্য পাগল প্রায় বাবা ১৬ বুধবার কাল বেলা মুকসুদপুর থানায় এসে পুলিশকে ধন্যবাদ জানিয়ে হাসিমুখে ফিরে পাওয়া সন্তানকে নিয়ে যায়।
শিশুটির বাবা আব্দুল মান্নান জানান, আমার ছেলেকে নিয়ে চট্রগ্রাম যাওয়ার উদ্দেশ্যে বের হলে সে ভুল ট্রেনে উঠে হারিয়ে যায়। পরে তাকে অনেক খুঁজেছি। মুকসুদপুর থানার ওসি মহদোয় আমাকে জানালে এখানে এসে তাদের কাছ থেকে আমার ছেলেকে নিয়ে বাড়িতে যাচ্ছি। আমার সন্তানকে খুজে পেয়ে আমি আনন্দিত। মুকসুদপুর থানার সকল কর্মকর্তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ।