Nabadhara
ঢাকাসোমবার , ২ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়া সরকারি কলেজে তিন নতুন শিক্ষকের যোগদান

Link Copied!

কাজী ফাইম, টুঙ্গিপাড়া সরকারি কলেজ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজে নতুন করে তিনজন শিক্ষক যোগদান করেছেন। আজ সোমবার (০২ জুন ২০২৫) সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তাদের স্বাগত জানানো হয়। এই নিয়োগের ফলে কলেজের শিক্ষার মান আরো উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

 

 

নতুন যোগদানকৃত শিক্ষকরা হলেন: ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক সৈয়দ আব্দুর রহমান, পরিসংখ্যান বিভাগের প্রভাষক মো. আলামিন এবং ইংরেজি বিভাগের প্রভাষক কাকলি অধিকারী।

 

 

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সাইদ মাহমুদ নতুন শিক্ষকদের স্বাগত জানিয়ে বলেন, “আমরা শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন শিক্ষকদের যোগদানের মাধ্যমে আমাদের একাডেমিক কার্যক্রম আরো গতিশীল হবে। তাদের অভিজ্ঞতা ও দক্ষতা শিক্ষার্থীদের উপকারে আসবে। এতদিন পরিসংখ্যান বিভাগে কোনো প্রভাষক ছিল না, নতুন শিক্ষকের যোগদান আমাদের ও শিক্ষার্থীদের জন্য সুফল বয়ে আনবে।

 

 

”নতুন শিক্ষকদের মধ্যে মো. আলামিন বলেন, “টুঙ্গিপাড়া সরকারি কলেজে যোগদান করতে পেরে আমি গর্বিত। শিক্ষার্থীদের আধুনিক ও গুণগত শিক্ষা প্রদানের জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।

 

”অনুষ্ঠানে কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মাসুদ মিয়া, শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নতুন শিক্ষকদের আগমনে কলেজে শিক্ষকের সংখ্যা এখন ৪২ জনে উন্নীত হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য ক্লাস ও পড়াশোনার সুযোগ আরো বৃদ্ধি করবে।

 

 

১৯৮৬ সালে প্রতিষ্ঠিত টুঙ্গিপাড়া সরকারি কলেজ গোপালগঞ্জ জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা এই কলেজ নতুন শিক্ষকদের যোগদানের মাধ্যমে আরো সমৃদ্ধ হবে বলে মনে করছেন স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।