জেলা প্রতিনিধি, পিরোজপুর
পিরোজপুর শহরের সদ্য খননকৃত ভাড়ানী খালে ময়লা ফেলার অপরাধে অপরাধীদের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ (৩ জুন) মঙ্গলবারের অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.আল আমীন। অভিযানে স্থানীয় পরিবেশ সচেতন সংগঠন ‘পজেটিভ পিরোজপুর’ এর স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিটি পরিবারের উপর ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকার জরিমানা আরোপ করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা রোধে ভাড়ানী খালের দখলমুক্তকরণ ও সংস্কারের কার্যক্রম শুরু হয়েছে। পিরোজপুর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় ২ মে থেকে খাল খনন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ চলমান রয়েছে।
দুই কিলোমিটার দীর্ঘ এবং গড়ে ২০ থেকে ২২ ফুট প্রস্থের খালটির দু পাশে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছিল অবৈধ স্থাপনা, যার ফলে খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। সংস্কারের ফলে খালটি আবারও তার প্রাকৃত রূপ ফিরে পাচ্ছে।
অভিযানের সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আল আমীন জনগণকে সতর্ক করে বলেন, "ভাড়ানী খালের উন্নয়ন শহরের সৌন্দর্য এবং জলাবদ্ধতা নিরসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু খালে ময়লা ফেললে এই প্রকল্প বিফলে যাবে।"
তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে খালে ময়লা ফেললে নিয়মিত অভিযান চালিয়ে জরিমানার ব্যবস্থা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.