Nabadhara
ঢাকারবিবার , ৮ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে কোরবানির মাংস বিতরণ নিয়ে সং’ঘর্ষে ২ জন নিহত, আহত ৩০

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
জুন ৮, ২০২৫ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

 

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সিংগাতি গ্রামে কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে চৌধুরী বংশের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আজিজুল চৌধুরী (৪০) ও মুরসালিন চৌধুরী (৩০) নিহত হয়েছেন। শনিবার (৭ জুন, ২০২৫) সন্ধ্যায় চুনখোলা ইউনিয়নের সিংগাতি গ্রামে এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

 

নিহত আজিজুল চৌধুরী সিংগাতি গ্রামের মোশারেফ চৌধুরীর ছেলে এবং মুরসালিন চৌধুরী একই গ্রামের এরশাদ চৌধুরীর ছেলে। আহতদের মোল্লাহাট, গোপালগঞ্জ ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, চৌধুরী বংশের কাবুল চৌধুরী ও মাসুম চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর আগেও তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছিল। শনিবার বিকেলে কোরবানির মাংস বিতরণ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়। এতে কাবুল চৌধুরীর ভাইপো আজিজুল নিহত হন এবং মুরসালিন গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, কাবুল ও মাসুম মামাতো-ফুফাতো ভাই। তাদের মধ্যে প্রায় ৫০ বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।