Nabadhara
ঢাকাসোমবার , ৯ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে জমিজমার ভাগ বাটোয়ারাকে কেন্দ্র তিন সহোদরের সং’ঘর্ষে নারীসহ আহত-৭

গোপালগঞ্জ প্রতিনিধি 
জুন ৯, ২০২৫ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি 

গোপালগঞ্জে জমিজমার ভাগ বাটোয়ারাকে কেন্দ্র তিন সহোদর একে অপরকে কুপিয়ে গুরুত্বর আহত করেছে। এসময় ঠেকাতে গিয়ে নারীসহ আরো ৪জনকে কুপিয়ে আহত করা হয়।

 

আজ সোমবার (০৯ জুন) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড় নীলা মাঠ গ্রামে এ ঘটনা ঘটে।

 

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো: সাজেদুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আহতরা হলো, গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড় নীলা মাঠ গ্রামের আশরাফ হোসেন চৌধুরী টিটু (৫৩), তার ভাই রিটো চৌধুরী (৫০) ও মিতুল চৌধুরী (৪৮)। এছাড়া আশরাফ হোসেন চৌধুরী টিটুর স্ত্রী তহমিনা খানম (৪০) ছেলে জুন্নুন চৌধুরী (২৫) এবং মিতুল চৌধুরীর স্ত্রী রিজভি চৌধুরী (৩৫) ও ছেলে জোবায়ের চৌধুরী (১৪)। সকলকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো: সাজেদুর রহমান জানান, কুরবারীর ঈদ উপলেক্ষ্যে পরিবার নিয়ে তিন ভাই আশরাফ হোসেন চৌধুরী টিটু, রিটো চৌধুরী ও মিতুল চৌধুরী ঢাকা থেকে গ্রামের বাড়ীতে আসে।

 

আজ সোমবার দুপুরে জমি ভাগাভাগি নিয়ে তিন ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে তিন ভাই দেশীয় অস্ত্র নিয়ে একে অপরকে কুপিয়ে আহত করে। এসময় ঠেকাতে গেলে আশরাফ হোসেন চৌধুরীর স্ত্রী তহমিনা খানম ও ছেলে জুন্নুন চৌধুরী এবং মিতুল চৌধুরী স্ত্রী রিজভী চৌধুরী ও ছেলে জোবায়ের চৌধুরীকে কুপিয়ে অাহত করা হয়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

 

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত স্বাভাবিক করে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পযর্ন্ত থানায় কোন অভিযোগ হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।