Nabadhara
ঢাকাসোমবার , ৯ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চৌহালীতে মোবাইল কোর্টের অভিযান:১০ জনকে অর্থদণ্ড,একটি মোটরসাইকেল জব্দ

Link Copied!

দাউদ রানা, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর জোতপাড়া ঘাট এলাকায় গতকাল রোববার বিকেল ৪:৩০ থেকে সন্ধ্যা ৭:০০ পর্যন্ত মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে ১০ জনকে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযানে ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরযান চালানোর অপরাধে সড়ক পরিবহন আইনের ৪ ধারা লঙ্ঘনকারী ১০ জনের বিরুদ্ধে ৬৬ ধারায় এই জরিমানা আরোপ করা হয়। এছাড়া, একটি মোটরসাইকেলের মালিকানার কাগজপত্রসহ কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় সেটি জব্দ করে চৌহালী থানায় নিয়মিত মামলার জন্য প্রেরণ করা হয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার মো: মোস্তাফিজুর রহমান জানান, “অভিভাবকদের প্রতি অনুরোধ, আপনারা আপনাদের অপ্রাপ্তবয়স্ক সন্তানদের কার্যক্রমের উপর নজর রাখুন। মোটরযান চালনায় শৃঙ্খলা আনতে এবং কিশোর গ্যাং প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

 

এই অভিযান সড়ক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।