সুজন হোসেন রিফাত, রাজৈর প্রতিনিধি
মাদারীপুরের প্রবীণ সাংবাদিক শাহজাহান খান (৭৬) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১১ জুন, ২০২৫) ভোর সাড়ে ৪টার দিকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে জেলার গণমাধ্যমকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
শাহজাহান খান ১৯৭০ সালে দৈনিক চিত্রালী পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। এরপর দৈনিক ইত্তেফাকের মাদারীপুর জেলা সংবাদদাতা হিসেবে ৪০ বছর নিরলসভাবে কাজ করেছেন। দীর্ঘদিন তিনি মাদারীপুর প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। শেষ পর্যন্ত ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ভাই, পাঁচ বোন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।বুধবার মাদারীপুর পৌরসভার ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে তাকে শহরের পানিছত্র এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মাদারীপুরের সিনিয়র সাংবাদিক সুবল বিশ্বাস বলেন, “শাহজাহান ভাইয়ের মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি জেলার সাংবাদিকদের জ্ঞান ও পরামর্শ দিয়ে অনুপ্রাণিত করতেন। তার হাসিখুশি ও স্নেহপূর্ণ ব্যবহার সবাইকে মুগ্ধ করত। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.