Nabadhara
ঢাকারবিবার , ২০ জুন ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

MEHADI HASAN
জুন ২০, ২০২১ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইয়াবাসহ সমীর বিশ্বাস (২২) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২০ জুন) গভীর রাতে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভাংঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামিনুল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার দিঘলিয়া গ্রামের দত্তবাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করে। আটক সমীর বিশ্বাসের বাড়ী কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামে। সে মৃত সুরেশ বিশ্বাসের পুত্র।

কোটালীপাড়ার একজন স্বীকৃত মাদক ব্যবসায়ী এবং ‌একাধিক মাদক মামলার আসামি সদয়ের হয়ে তিনি কাজ করতেন বলে থানা সূত্রে জানা গেছে।

দিঘলিয়া গ্রামের অপূর্ব বাইন বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে কোটালীপাড়ায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সমীর বিশ্বাস আটক হওয়ায় আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।

ভাংঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামিনুল হক বলেন, গোপন সূত্রে খবর পেয়ে আমার নেতৃত্বে এস.আই মুরাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে দিঘলীয়া থেকে তাকে গ্রেফতার করি। এ সময় সমীর বিশ্বাসের কাছ থেকে ১৭ পিচ ইয়াবা পাওয়া যায়। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।