Nabadhara
ঢাকারবিবার , ১৫ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাবা দিবসে আমার প্রবাসী বাবা

সোহেল রানা
জুন ১৫, ২০২৫ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা,সাব এডিটর,স্বাধীন আলো——

 

বাবা দিবস আজ, মনটা তাই ভার,

তুমি নেই কাছে, দূর পরবাস।

কত মাইল দূরে, সাগরের ওপারে,

তোমার অপেক্ষায় কাটে মাস।

আমাদের মুখে হাসি ফোটাবে বলে,

নিজের সুখটুকু দিয়েছো ফেলে।

রোদ, বৃষ্টি, ঝড়—সবকিছুকে জয় করেছো,

শুধু আমাদের ভালো রাখবে বলে।

তোমার কষ্টের কথা ভাবলে বুকে ব্যথা লাগে,

তবু তুমি লড়ছো নীরবে, অবিচল।

তোমার পাঠানো টাকায় যখন স্বপ্ন গড়ি,

তোমার ত্যাগের কাছে মনে হয় সবই তুচ্ছ ফল।

তোমার অভাবে বাড়িটা কেমন যেন খালি,

তোমার ছোঁয়া, তোমার আদর খুঁজে ফিরি।

ফোন কলে ভালোবাসা পেলেও বাবা,

সামনাসামনি কবে কাছে পাবো?

তুমিই তো বাবা আমাদের শক্তি, সাহস,

তুমিই মাথার উপরের ছায়া।

দূর পরবাসে থেকেও তুমি আগলে রাখো,

তোমার ভালোবাসা, তোমার মায়া।

আজ বাবা দিবসের এই দিনে বাবা,

অনেক ভালোবাসা আর শ্রদ্ধা তোমায় জানাই।

ভালো থেকো তুমি, সুস্থ থেকো সদা,

এই প্রার্থনা করি, এইটুকুই শুধু চাই।

খুব তাড়াতাড়ি ফিরে এসো বাবা ঘরে,

তোমার পথ চেয়ে আছে আমাদের মন।

তোমার আদর, তোমার সঙ্গ পেতে,

অস্থির হয়ে আছে সারাক্ষণ।

শুভ বাবা দিবস, প্রিয় বাবা আমার!

 

সোহেল রানা

সাব এডিটর

স্বাধীন আলো

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।